• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

আশুলিয়ায় নাজমা গণধর্ষণ, আসামি শিপন গ্রেফতার

প্রকাশ:  ৩১ জানুয়ারি ২০১৯, ২০:৫৩
সাভার প্রতিনিধি

আশুলিয়ার জামগড়ায় চাঞ্চল্যকর পোশাক শ্রমিক মাহফুজা নাজমা আক্তার গণধর্ষণ ও আত্নহত্যার প্ররোচনার মামলার অন্যতম আসামি ইব্রাহীম খলিল শিপনকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১ এর একটি দল।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) বিকালে গাজীপুরের কোনাবাড়ির আমবাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃত শিপনকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়।

শিপন ফেনী জেলার সোনাগাজী থানার আকিলপুর গ্রামের আব্দুর রউফের ছেলে। সে আশুলিয়ার জামগড়ায় বসবাস করতো ও পোশাক কারখানার ক্যান্টিনে কর্মরত ছিলো।

র‌্যাব- ১ এর গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পের অধিনায়ক লে: কমান্ডার আবদুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিপনকে কোনাবড়ির বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়। শিপন আশুলিয়ায় নাজমা আক্তার গণধর্ষণ মামলার ২ নম্বর আসামি।

এর আগে ১৭ জানুয়ারি রাতে এই মামলার প্রধান আসামি রিপনকে সাভারের বিরুলিয়া এলাকার একটি নির্জনস্থান থেকে গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি মাহফুজা আক্তার নাজমা গণধর্ষণের শিকার হন এবং গত ৭ জানুয়ারি আত্নহত্যা করেন। এ ঘটনায় নিহতের বাবা আবু হানিফ বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন।

/পিবিডি/পি.এস

সাভার,নাজমা গণধর্ষণ, আসামি শিপন গ্রেফতার,গণধর্ষণ,গ্রেফতার

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close