• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ডা. আকাশের আত্মহত্যায় প্ররোচনাকারী মিতুর শাস্তির দাবিতে মানববন্ধন

প্রকাশ:  ০২ ফেব্রুয়ারি ২০১৯, ২০:০৮
চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মোস্তফা মোরশেদ আকাশের আত্মহত্যার ঘটনায় মানববন্ধন পালন করেছে চিকিৎসকসহ সর্বস্তরের মানুষ।শনিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মানবন্ধনে বক্তারা বলেন, ডাক্তার আকাশ মেডিকেল কলেজ এবং হাসপাতালে সবার মধ্যমনি ছিলো । তার আত্মহত্যার পেছনে স্ত্রী মিতু এবং মিতুর পরিবারের সদস্যদের প্ররোচনা রয়েছে। আকাশের আত্মহত্যার প্ররোচনায় জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) ভোরে স্ত্রীর সঙ্গে পরকীয়ার জের ধরে আত্মহত্যা করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. মোস্তফা মোরশেদ আকাশ (৩২)। মৃত্যুর আগে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের স্ত্রী মিতুর বিরুদ্ধে পরকীয়াসহ বিভিন্ন জনের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে ধরেন। এই ঘটনার পর বৃহস্পতিবার মধ্যরাতে চট্টগ্রামের নন্দনকাননের আত্মীয়ের বাসা থেকে মিতুকে গ্রেফতার করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা।

/পিবিডি/পি.এস

চট্টগ্রাম,ডা. আকাশ,আত্মহত্যা,মানববন্ধন

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close