• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

জামালপুরে জমি বিক্রির টাকা নিয়ে দোকান ভাংচুর, আহত ৩

প্রকাশ:  ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:২৫
জামালপুর প্রতিনিধি

জামালপুরে জমি ক্রয়ের টাকা লেনদেন নিয়ে ব্যবসায়ী আলাউদ্দিনের কম্বলের দোকানে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

রোববার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় শহরের বটতলায় এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

সম্পর্কিত খবর

    এ সময় হামলাকারীদের রামদায়ের কোপে ৩ জন আহত হয়। গুরুতর আহত আলাউদ্দিন ও মমিনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    প্রত্যক্ষদর্শী সালাউদ্দিন জানায়, তার মা শেফালী বেগম মুসলিমাবাদ মহল্লার আনোয়ারের নিকট ৪২ লাখ টাকায় আড়াই শতাংশ জমি বিক্রি করে ।

    জমি রেজিষ্ট্রেরির পর ৩ লাখ টাকা কম নিতে বলে আনোয়ার। এ নিয়ে শেফালী বেগমের ছেলে আলাউদ্দিনের সাথে আনোয়ারের কথা কাটাকাটি হয়।

    এরই জের ধরে রোববার রাতে আনোয়ার ও ইমরানের নেতৃত্বে ২০/৩০ জন রামদা কিরিচসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আলাউদ্দিনের কাপড়ের দোকানে হামলা চালায়।

    হামলাকারীরা শেফালী বেগম (৫৫), ছেলে আলাউদ্দিন (৩৪) ও প্রতিবেশী মমিনকে (৩৫) রামদা দিয়ে কুপিয়ে আহত করে এবং দোকানের সার্টার, আসবাবপত্র ভাংচুর ও ক্যাশবাক্স থেকে ১০ লাখ টাকা লুট করেছে বলে দাবি শেফালী বেগমের পরিবারের।

    এব্যাপারে জামালপুর সদর থানার ওসি মোঃ সালেমুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে জামালপুর থানায় রাতেই মামলা দায়ের হয়েছে।

    পিবিডি/আর-এইচ

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close