• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সড়কের নিরাপত্তায় ভালোবাসা দিবসে ব্যতিক্রমী উদ্যোগ

প্রকাশ:  ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:২৯
ঝালকাঠি প্রতিনিধি

‘নিরাপদ সড়ক চাই, জীবনের নিরপত্তা চাই’শ্লোগানে চালক ও পথযাত্রীদের সচেতনতায় ভালোবাসা দিবসে ব্যতিক্রমী আয়োজন করেছে ঝালকাঠির একদল তরুণ। শহরের অটোরিকশার চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায় তারা। পরে স্টিকার ও লিফলেট বিতরণ করে ট্রাফিক আইন মেনে চলতে দেওয়া হয় পরামর্শ। এছাড়া একই দাবীতে মানববন্ধনও করা হয়।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি ) সকালে জেলা শহরের ডিসি অফিস চত্বরে আমরাই ‘আগামীর বাংলাদেশ’ নামে একটি স্বেচ্ছাসেবি সংগঠনের ব্যনারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সম্পর্কিত খবর

    বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ঝালকাঠির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম ফরিদ উদ্দিন, প্রবীণ সাংবাদিক চিত্তরঞ্জন দত্ত, টিআইবির সচেতন নাগরিক কমিটির (সনাক) সহসভাপতি হেমায়েত উদ্দিন হিমু, সংগঠনের উপদেষ্টা এস এম এ রহমান কাজল ও সংগঠনের সভাপতি রিয়াজুল ইসলাম।

    সড়কে মৃত্যুর মিছিল বন্ধের জন্য যানবাহনচালক ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা । এছাড়াও সড়ক নিরাপত্তা আইনসহ ১১ দফা দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নের দাবি জানানো হয়।

    মানববন্ধন কর্মসূচিতে শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ, পুলিশ, ছাত্র-শিক্ষক ও অটোরিকশা চালকরাও অংশ নেয়। ব্যতিক্রমী এ উদ্যোগকে ধন্যবাদ জানিয়ে এখন থেকে ট্রাফিক আইন মেনে চলতে প্রতিশ্রুতি দেয় চালকরা।

    পিবিডি/আর-এইচ

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close