• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

হাতীর পিঠে সোয়ার হয়ে মনোনয়নপত্র দাখিল

প্রকাশ:  ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:২৭ | আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৩১
দিনাজপুর প্রতিনিধি

হাতীর পিঠে সোয়ার হয়ে দিনাজপুর খানসামা উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়ন পত্র দাখিল করেছেন জাতীয় পার্টির প্রার্থী মোনাজাত হোসেন চৌধুরী।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে দিনাজপুর শহরের ফকিরপাড়ার একটি বাড়ি থেকে গলায় পুষ্পমালা হাতে লাঙ্গল আর সুসজ্জিত হাতীর পিঠে সোয়ার হয়ে শহর প্রদক্ষিণ করে জেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়রপত্র দাখিল করেছেন।

সম্পর্কিত খবর

    জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসানের অনুপস্থিতিতে অফিস সহকারী কাম কম্পিউটার মনিরুজ্জামান জাতীয় পার্টির প্রার্থী মোনাজাত হোসেন চৌধুরীর মনোনয়নপত্র জমা নেন।

    মনোনয়নপত্র জমার শেষে মোনাজাত হোসেন চৌধুরী জানান, জাতীয় পার্টি বর্তমানে সংসদের বিরোধী দল হিসাবে দায়িত্ব পালন করছে। তাই দলীয় নেতাকর্মীদেরকে সাথে নিয়ে উৎসব মুখর পরিবেশ তৈরি ও অংশগ্রহণমূলক নির্বাচন করার জন্য হাতীর পিঠে সোহায়ার হয়ে ব্যতিক্রমী পরিবেশ তৈরি করার জন্য এই আয়োজন।

    তিনি আরও বলেন, আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টি মহাজোটের শরীক দল তাই গত জাতীয় নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হিসাবে অংশগ্রহণ করেছিলাম। দলের সিন্ধান্ত অনুযায়ী ভোট গ্রহণের একদিন আগে নির্বাচন থেকে সরে দাড়িয়েছিলাম। এবার খানসামা উপজেলা নির্বাচনের জন্য আওয়ামী লীগের কোনো প্রার্থী দেবে না বলেও আমাকে আশ্বাস্ত করেছিল। তাই আশা করি আওয়ামী লীগ দলীয় প্রার্থী না দিয়ে আমাকে সমর্থন দেবে

    জাতীয় পার্টি প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন- দিনাজপুর পৌর সভার মহিলা কাউন্সিলর লাইজু, কাউন্সিলর রবিউল ইসলাম রবি, খানসামা উপজেলা জাতীয় সহ-সভাপতি রুস্তম আলী, রেজাউল করিম রাজা, আসাদুল হাসান, মামুনূর রশিদ, আজগর আলী প্রমুখ।

    /অ-ভি

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close