• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ভাষা সৈনিক সামুজ্জোহার মৃত্যুবার্ষিকী পালন

প্রকাশ:  ২০ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:১২
নারায়ণগঞ্জ প্রতিনিধি

মুক্তিযুদ্ধের সংগঠক ও আওয়ামীলীগের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ভাষা সৈনিক এ.কে.এম সামুজ্জোহার ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে স্মরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ভাষা সৈনিক সামসুজ্জোহা নারায়ণগঞ্জের দুই বর্তমান সংসদ সদস্য শামীম ওসমান, সেলিম ওসমান ও প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের বাবা এবং মরণোত্তর স্বাধীনতা পদকপ্রপ্ত নারায়ণগঞ্জের আওয়ামীলীগ নেতা ছিলেন।

বুধবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে শহরের চাষাঢ়ায় ওসমান পরিবারের পৈর্তৃক বাড়ি সংলগ্ন মসজিদে স্মরণসভা শেষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

স্মরণসভায় এ.কে.এম সামসুজ্জোহার মেঝ ছেলে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান, ছোট ছেলে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান ও তাদের পরিবারের সদস্যরা ছাড়াও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল হাই, জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ সহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া কয়েক হাজার কর্মী-সমর্থক এবং বিভিন্ন সংগঠনের নের্তৃবৃন্দ এতে অংশ নেন।

স্মরণসভায় সংসদ সদস্য শামীম ওসমান উপস্থিত সবার কাছে তার প্রয়াত বাবা এ.কে.এম সামসুজ্জোহা, মা ভাষা সৈনিক নাগিনা জোহা এবং বড় ভাই সাবেক সংসদ সদস্য নাসিম ওসমানের আত্মার মাগফেরাতের জন্য দোয়া কামনা করেন। দোয়া মাহফিল শেষে শামীম ওসমান ও সেলিম ওসমান বিশিষ্টজনদের সাথে কুশল বিনিময় করেন।

পিবিডি/এআইএস

নারায়ণগঞ্জ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close