• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ঘন কুয়াশায় বন্ধ চাঁদপুর-শরীয়তপুর ফেরি চলাচল

প্রকাশ:  ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১১:২৯
চাঁদপুর প্রতিনিধি

ঘন কুয়াশা ও নদীতে ডুবোচর থাকার কারণে দীর্ঘ সময় ধরে চাঁদপুর-শরীয়তপুর নৌ-রূটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এর ফলে চাঁদপুর-হরিনা সড়কে প্রায় দীর্ঘ ৪ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে।

আবহাওয়া পরিবর্তনের কারণে কুয়াশা পড়ায় মেঘনা নদীতে ফেরি চলাচল বন্ধ রাখতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ।

চাঁদপুর হরিনা ফেরিঘাটে ৫ টি ফেরি থাকা সত্বেও কুয়াশার কারণে প্রতিদিন সকাল ১০টা পযর্ন্ত ফেরি চলাচল বন্ধ থাকায় যানবাহন পারাপার না হওয়ায় এই যানজটের সৃষ্টি হয়েছে।

গত ১৯ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পযর্ন্ত চাঁদপুর হরিনা ফেরিঘাট থেকে শুরু করে ১২ নং চান্দ্রা ইউনিয়ন পর্যন্ত রাস্তায় মালবাহী ট্রাক-কাভার্ডভ্যান এর দীর্ঘ লাইন দেখা গেছে। কাঁচামালের ট্রাক পারাপার না হওয়ার কারণে পথেই অনেক কাঁচামাল পচে গেছে।

এতে করে দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চল থেকে আসা মালবোঝাই ট্রাক, কাভার্ডভ্যান ও অন্যান্য যানবাহন চালকরা ব্যাপক দুর্ভোগ ও ভোগান্তির শিকারে পড়েছে। নদীর এপার ওপার একই ভাবে এই যানজট সৃষ্টি হয়েছে। প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ যানযটে ২ থেকে ৩ হাজার গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

/পিবিডি/পি.এস

চাঁদপুর,ঘন কুয়াশা

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close