• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ব্রিজের রেলিং ভেঙে পিকনিকের মাইক্রোবাস নদীতে, চালক নিহত

প্রকাশ:  ০৪ মার্চ ২০১৯, ১৫:১৩
জামালপুর প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে ব্রিজের রেলিং ভেঙে পিকনিকের একটি মাইক্রোবাস নদীতে পড়ে রুহুল আমিন নামে এক চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ১১ যাত্রী। আহতরা মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

সড়ক দুর্ঘটনাটি ঘটেছে রোববার (৩ মার্চ) রাত সাড়ে ৯টায় উপজেলার গুণারীতলা ব্রিজে। নিহত মাইক্রোবাস চালক রুহুল আমিনের বাড়ি মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের বাজিতের পাড়া গ্রামে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সুত্র জানায়, শেরপুরের গজনীতে পিকনিক শেষে ১২ যাত্রী নিয়ে মাইক্রোবাসটি মাদারগঞ্জে আদারভিটা ফিরছিল। পথে ঝাড়কাটা নদীর উপর গুণারীতলা ব্রীজ অতিক্রমের সময় ব্রিজের রেলিংয়ে ধাক্কা লেগে রেলিং ভেঙে মাইক্রোবাসটি নদীতে পড়ে যায়।

দুর্ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় গ্রামবাসীরা উদ্ধার অভিযান চালিয়ে মাইক্রোবাস চালক রুহুল আমিনের মৃতদেহ ও আহত ১১ যাত্রীকে জীবিত উদ্ধার করে। আরো দুই যাত্রী নিখোঁজের গুজব ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে রাত ১২টার দিকে ডুবে থাকা মাইক্রোবাসটি উদ্ধার করে।

জামালপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক প্রাণনাথ সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জামালপুর,চালক নিহত

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close