• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

শেরপুরে ন্যাশনাল সার্ভিস প্রকল্পে পুনঃবহাল ও স্থায়ী করার দাবিতে মানববন্ধন

প্রকাশ:  ১৪ মার্চ ২০১৯, ১৪:১১ | আপডেট : ১৪ মার্চ ২০১৯, ১৫:০৪
শেরপুর প্রতিনিধি

শেরপুরে ন্যাশনাল সার্ভিস প্রকল্প পুনঃবহাল ও স্থায়ী করার দাবিতে মানববন্ধন করেছে ন্যাশনাল সার্ভিস ঐক্যজোট নামের একটি সংগঠন।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে ন্যাশনাল সার্ভিসের শেরপুর সদরের সুবিধাভোগী সদস্যরা শহরের নিউমার্কেটে এ মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধন শেষে শহরে বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারক লিপি প্রদান করেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, শেরপুর সদরে ১৭৫৬জন বেকার যুবক যুবতী ২ বছরের এই প্রকল্পের অধীনে ছিলাম। কিন্তু প্রকল্প শেষে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে আমরা পুনরায় বেকার হয়ে দিনযাপন করছি। এই শিক্ষিত যুব সমাজকে দেশের অর্থনীতি সমৃদ্ধ করতে অংশগ্রহণের জন্য পুনরায় ন্যাশনাল সার্ভিস প্রকল্প পুনঃবহাল ও স্থায়ী করার দাবি জানাচ্ছি।

পিবিডি/আর-এইচ

শেরপুর,মানববন্ধন,ন্যাশনাল সার্ভিস প্রকল্প

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close