• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ঠাকুরগাঁওয়ে ৩ উপজেলায় নৌকার জয়,২ উপজেলায় পরাজয়

প্রকাশ:  ১৯ মার্চ ২০১৯, ০১:৪৮
ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও সদর উপজেলায় মোট ১লক্ষ ২৬ হাজার ১২৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন (নৌকার প্রার্থী) অরুনাংশু দত্ত টিটু। ৬৭হাজার ৮৮৭ভোট পেয়ে টিবওয়েল মার্কায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আব্দুল রশিদ,মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫৬ হাজার ৭৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাসহুরা বেগম হুরা ।

এছাড়া পীরগঞ্জে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আখতারুল ইসলাম (নৌকা মার্কা) ৫৮ হাজার ৭২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দ্বী (স্বতন্ত্র) প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী (আনারস মার্কা) পেয়েছেন ৩২ হাজার ৪৩৩ ভোট।

তাছাড়া ভাইস চেয়ারম্যান পদে সুকুমার রায় (চশমা মার্কা) ৪৫ হাজার ৪৫৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী ইত্তেশাম উল হক মীম (তালা মার্কা) পেয়েছেন ২৬ হাজার ০৭৫ ভোট। এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ভারতী রাণী রায় বিনা প্রতিদন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। রানীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে শাহারিয়ার আজম মুন্না (মোটরসাইকেল প্রতীকে) ৫২হাজার ৮৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে সোহেল রানা টিউবওয়েল প্রতীকে ৪৩ হাজার ৬২১ ভোট পেয়ে এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে শেফালি বেগম পদ্মফুল প্রতীকে ৩৬ হাজার ৫৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। হরিপুর উপজেলায় চেয়ারম্যান পদে জিয়াউল হাসান মুকুল (নৌকা প্রতীকে) ৩৫ হাজার ১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শামীম ফেরদৌস টগর ঘোড়া প্রতীকে ৩১হাজার ৪০৯ ভোট পেয়েছেন।সেই সাথে বালিয়াডাঙ্গী উপজেলায় চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী (মোটরসাইকেল প্রতীক) নিয়ে ৩৬হাজার ১৯৬ ভোটে বিজয়ী হয়েছেন। প্রতিদন্দ্বী প্রার্থী নৌকা প্রতীকে ২৯হাজার ৪৬৯ ভোট পেয়েছেন।

পিবিডি/জিএম

ঠাকুরগাঁও,উপজেলা,নির্বাচিত

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close