• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

হত্যাকান্ড মামলা তুলে নিতে নিহতের মাকে হুমকি

প্রকাশ:  ২০ মার্চ ২০১৯, ২১:২৮
ফেনী প্রতিনিধি

ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের আলোকদিয়ার ইয়াছিন হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। ইয়াছিন হত্যাকান্ডে মোটবী ইউনিয়নের এক প্রভাবশালীর নাম পুলিশী তদন্তে বেরিয়ে আসে। ওই প্রভাবশালীর পক্ষের লোকজন মামলা তুলে ইয়াছিনের মাকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ইয়াছিনের মা হাজেরা বেগম জানান, তাদের হাত অনেক লম্বা, তাদের অনেক টাকা পয়সা আছে বলে আমাকে হুমকি দেয়। মামলা তুলে নিতে কয়েকজন লোক রামগড় আমার বাড়ী গিয়ে হানা দেয় এবং মামলা উঠিয়ে নিলে টাকা দেয়া হবে। হাজেরা বেগম গত মঙ্গলবার (১৯ মার্চ) ফেনী মডেল থানায় এসে ইন্সপেক্টর (অপারেশন) মো. মাহবুবুর রহমানকে বিষয়টি অবহিত করেন ও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।

মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, হত্যাকারীরা বিষয়টি বুঝতে পেরে গোপনে দেশ থেকে পালিয়েছে। তাদের পক্ষে লোকজন বাদিকে হুমকি দিচ্ছে।

৮ ফেব্রুয়ারি শুক্রবার সকালে আলোকদিয়া রাস্তার পাশে খাগড়াছড়ির রামগড় থানার মধ্যম রামপুর লামকু পাড়া গ্রামের নুরুল ইসলাম সর্দার বাড়ীর মৃত আবদুল আলিমের ছেলে মো. ইয়াছিনের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ইয়াছিনের মা বাদি হয়ে ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার দিন রাতে এলাকার লোকজন মারধরের শব্দ শুনতে পায় ও জড়িতদের দেখে ফেলে। জড়িতরা প্রভাবশালী হওয়ায় অনেকে ভয়ে মুখ খুলছে না। আবার অনেককে টাকা দিয়ে মুখ বন্ধ রেখেছে।

ফেনী মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) মো. মাহবুবুর রহমান জানান, মামলা তুলে নিতে বাদিকে হুমকি দিচ্ছে। বাদিকে নিরাপত্তার জন্য থানায় জিডি করার পরামর্শ দেয়া হয়েছে। আসামী বিদেশে পালিয়ে যাওয়ায় গ্রেফতার করা সম্ভব হচ্ছে না।

পিবিডি/আর-এইচ

ফেনী

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close