• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ফেনীতে ১৯ লাখ টাকার ইয়াবা আটক

প্রকাশ:  ২১ মার্চ ২০১৯, ১০:৫০
ফেনী প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মধ্যম রামপুরে বুধবার (২০ মার্চ) দুপুরে ১৯ লাখ টাকা মূল্যের ৩ হাজার ৮শ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব-৭ এর সহকারি পরিচালক (মিডিয়া) মো. নুরুজ্জামান জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে মাদক ব্যবসায়ী হানিফ পরিবহনের বাসযোগে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট নিয়ে চট্টগ্রাম হতে ঢাকার দিকে যাচ্ছে। র‌্যাব সদস্যরা মধ্যম রামপুরস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি করতে থাকে। এ সময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা চট্টগ্রাম হতে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসকে তল্লাশীর জন্য থামানোর সংকেত দিলে ড্রাইভার বাসটি র‌্যাবের চেকপোস্টের সামনে থামায়। তাৎক্ষনিক র‌্যাব সদস্যরা গাড়ি ও যাত্রী তল্লাশী শুরু করলে বাসের ভিতর থেকে যাত্রী মো. ইউসুফ সরদার (৩৩) তার সাথে থাকা ট্রাভেলস ব্যাগসহ বের হয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া করে আটক করে।

এসময় তার ব্যাগ তল্লাশী করে ৩ হাজার ৮শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট এর আনুমানিক মূল্য ১৯ লাখ টাকা। আটককৃত আসামী ও উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পিবিডি/এআইএস

ফেনী

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close