• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বাস থেকে ফেলে সিকৃবি ছাত্র হত্যা, প্রতিবাদে উওাল সিলেট

প্রকাশ:  ২৪ মার্চ ২০১৯, ১৬:২৯
সিলেট প্রতিনিধি

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ফাইনাল পরীক্ষার ফল প্রার্থী ওয়াসিম আফনানের হত্যাকারীদের শাস্তির দাবিতে সিলেটে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

রোববার (২৪ মার্চ) সকাল থেকে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

এসময় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন তাদের সাথে একাত্মতা পোষণ করেন। এদিকে সকাল ১১টার দিকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেন ওয়াসিমের সহপাঠীরা। পরে তারা নগরীর চৌহাট্টায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রাখেন।

ওই সময় তারা ‘দুর্ঘটনা নয়, পরিকল্পিত হত্যাকান্ড’, ‘ওয়াসিম হত্যার বিচার চাই’, ‘আমার ভাই মরলো কেনো, বিচার চাই, নিরাপদ সড়ক চাই’ এমন নানা স্লোগান দিতে থাকেন।

এছাড়া বাসের সেই ঘাতক চালক ও হেলপারের দ্রততম সময়ের মধ্যে ফাঁসি কার্যকর, ঘাতক ‘উদার’ পরিবহন বাসের রুট পারমিট ও লাইসেন্স বাতিলের দাবি জানান। একই সাথে হত্যার বিচারের দাবিদে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সকল ধরণের ক্লাস-পরীক্ষা বর্জন করেছে শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, শনিবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর নামক স্থানে প্রথমে বাসের হেলপার ধাক্কা দিয়ে সড়কে ফেলে দিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াসিম আফনানকে। পরবর্তীতে ওই বাসের চাকায় চাপা দিয়ে হত্যাকান্ড ঘটানো হয় এ শিক্ষার্থীকে।

ওয়াসিম আফনান (২২) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ফাইনাল পরীক্ষার ফল প্রার্থী। সে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলাস্থ দেবপাড়া ইউনিয়নের রুদ্র গ্রামের মো. আবু জাহেদ মাহবুব ও মা ডা. মীনা পারভিন দম্পতির ছেলে। ঘটনার পর বাসটিকে ধাওয়া করে ওসমানী নগরের বেগমগঞ্জ থেকে আটক করে পুলিশ।

এ সময় চালক চালক ও হেলপার পালিয়ে গেলেও শনিবার রাত ১১ টার দিকে পুলিশ বাসচালক জুয়েল আহমদকে দক্ষিণ সুরমার বাস টার্মিনাল থেকে আটক করে। এরপর রাত ১টার দিকে হেলপার মাসুক আলীকেও সুনামগঞ্জের ছাতক আটক করে পুলিশ।

পিবিডি/আর-এইচ

সিলেট

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close