• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

২৫ মার্চের মধ্যে এমপি খোকাকে সোনারগাঁও ছাড়ার নির্দেশ

প্রকাশ:  ২৬ মার্চ ২০১৯, ০৯:৩৫
নারায়ণগঞ্জ প্রতিনিধি

আচরণবিধি লংঘন করে সোনারগাঁও উপজেলা নির্বাচনের এক প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেয়ায় নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকাকে সোনারগাঁ ছাড়ার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন। আগামী ২৫ মার্চের মধ্যে তাকে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়। আগামী ৩১ মার্চ নির্বাচনকালীন সময় পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।

সোমবার (২৫ মার্চ) বাংলাদেশ নির্বাচন কমিশনের উপ-সচিব নির্বাচন পরিচালনা-২ মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেওয়া হয়।

সোমবার রাতে এ বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসার আতাউর রহমান।

তিনি জানান, বাংলাদেশ নির্বাচন কমিশনের উপ-সচিব নির্বাচন পরিচালনা-২ মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে একজন প্রার্থীর পক্ষে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকাকে আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী প্রচারণা অংশগ্রহণসহ নির্বাচনী বিভিন্ন কাজে অংশ গ্রহণের অভিযোগ পাওয়া যায়। যা উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৬ এর ২২ এর বিধিতে বাধা নিষেধ রয়েছে।

এছাড়াও ওই চিঠিতে উল্লেখ করা হয় সরকারি সুবিধাভোগী অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি কোন সরকারী কর্মকর্তা বা কর্মচারী নির্বাচন পূর্ব সময়ে নির্বাচনী এলাকায় প্রচারণা বা নির্বাচনী কাজে অংশ নিতে পারবেন না। তবে নির্বাচনী এলাকায় ভোটার হলে ভোট কেন্দ্রে ভোট দিতে যেতে পারবেন। নির্বাচনী এলাকায় কোন প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা করতে পারবেন না। নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বিধি বহির্ভূতভাবে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন তাই ২৫ মার্চের মধ্যে নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন।

/পিবিডি/পি.এস

নারায়ণগঞ্জ,এমপি

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close