• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মেয়েকে ডাক্তার বানানোর ইচ্ছা ছিল শ্রীদেবীর

প্রকাশ:  ২০ জুলাই ২০১৮, ১১:০১
বিনোদন ডেস্ক

বলিউডের প্রথম মহিলা সুপারস্টার শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবী। বাবা, বনি কপূর প্রযোজক। অন্য দিকে, নবাগতা অভিনেত্রীর দুই কাকা, অনিল ও সঞ্জয় কপূরও অভিনয় জগতের তারকা। আর তাঁর প্রজন্মের রয়েছেন অনিল-কন্যা সোনম, রয়েছেন তাঁর সৎ-দাদা অর্জুন কপূরও।

কয়েক দিন পরেই মুক্তি পাবে শ্রীদেবীকন্যা জাহ্নবী কপূর অভিনীত প্রথম ছবি ‘ধড়ক’। স্বাভাবিক ভাবেই তাই খুবই ব্যস্ত সময় কাটাচ্ছেন জাহ্নবী ও তাঁর সহ-অভিনেতা ইশান খাত্তের। ছবির প্রোমোশনের জন্য দেশের নানা শহরে ঘুরে বেড়াতে হচ্ছে এই জুটিকে। সঙ্গে রয়েছে প্রেস-মিট, একান্ত সাক্ষাৎকার, ফোটোশ্যুটও।

সম্প্রতি তেমনই এক সাক্ষাৎকার চলছিল একটি সাজানো ক্লাসরুমে। সেখানেই জাহ্নবী খানিক সংশয় প্রকাশ করেন। তিনি বলেন, তাঁর মনে হচ্ছিল যেন পরীক্ষা দিতে এসেছেন তিনি।

সাক্ষাৎকারের সময় ইশানও সঙ্গে ছিলেন জাহ্নবীর। তাঁদের দুজনকেই পড়াশোনার বিষয়ে প্রশ্ন করলে, জাহ্নবী জানান যে তিনি দ্বাদশ শ্রেণির পরে আর পড়াশোনা করেননি। নিজেকে তিনি ‘সিভিয়ারলি আনএডুকেটেড’ বলে বর্ণনা করেন। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুয়ায়ী, সেই সাক্ষাৎকারে ইশানও নিজেকে একই ভাবে ‘অশিক্ষিত’ বলেন।

প্রসঙ্গত, বনি কপূরের আপত্তি না থাকলেও, শ্রীদেবী চেয়েছিলেন মেয়ে জাহ্নবী ডাক্তার হোক। কিন্তু, তিনি নিজে মনে করতেন যে ডাক্তার হওয়ার মতো মেধা তার ছিল না। তাই অভিনয়কেই বেছে নেন নিজের ক্যারিয়ারের জন্য। ফলে এমন ‘ফিল্ম ব্যাকগ্রাউন্ড’ থেকে আসা মেয়ে যে ছবির জগতেই নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন, তাতে আর সন্দেহ কী!

/এ আই

জাহ্নবী কাপুর,শ্রীদেবী,শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close