• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সিলেটে জনসভা করবে না ঐক্যফ্রন্ট

প্রকাশ:  ১২ ডিসেম্বর ২০১৮, ১১:৩৭ | আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ১৪:৩৯
সিলেট প্রতিনিধি

সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী জানিয়েছেন, আজ ঐক্যফ্রন্টের পূর্ব নির্ধারিত জনসভা অনুষ্ঠিত হবে না।

বুধবার (১২ ডিসেম্বর) হযরত শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপির নির্বাচনি প্রচারণা শুরুর কথা ছিল।

তবে রেজাউল হাসান কয়েস লোদী জানান, আজ সিলেটের রেজিস্ট্রারি মাঠে জনসভার কথা ছিল। সেখানে সব ধরনের প্রস্তুতিও ছিল। কিন্তু সেখানে আজ কোনও জনসভা হবে না।

তিনি আরও বলেন, জনসভা না হলেও আজ থেকে সিলেটে ধানের শীষের নির্বাচনি প্রচারণা শুরু হবে।ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন এর নেতৃত্ব দেবেন।

এদিন দুপুর ১টার মধ্যে ড. কামাল ছাড়াও ঐক্যফ্রন্ট নেতা আ স ম আব্দুর রব, কাদের সিদ্দিকী, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়সহ জোটের শীর্ষ নেতারা সিলেটে আসবেন। এরপর তারা হযরত শাহজালাল (রহ.) ও শাহপরাণের (রহ.) মাজার জিয়ারত করবেন।

/রবিউল

সিলেট মহানগর,রেজাউল হাসান কয়েস লোদী,জাতীয় ঐক্যফ্রন্ট,ড. কামাল হোসেন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close