• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘রংপুর নির্বাচনকে জাতীয় নির্বাচনের পূর্বাভাস মনে করা ভূল’

প্রকাশ:  ৩১ ডিসেম্বর ২০১৭, ১৭:২৩
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

বিশিষ্ট প্রাবন্ধিক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, রংপুর নির্বাচনকে জাতীয় নির্বাচনের পূর্বাভাস মনে করলে ভুল হবে। এখানে মানুষ কোনো দলকে ভোট দেয়নি, সবাই এরশাদকে (হুসেইন মোহাম্মদ এরশাদ) ভোট দিয়েছে।

রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সুশাসনের জন্য নাগরিক (সুজন) এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সম্পর্কিত খবর

    আবুল মকসুদ বলেন, এ নির্বাচন অ্যাসিড টেস্ট ছিল না, এটা ছোট নির্বাচন। তবে নির্বাচন ভালো হয়েছে।

    সংবাদ সম্মেলনে সুজনের প্রতিষ্ঠাতা সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। এটা ছিল সফল নির্বাচন, এ নির্বাচন অনন্য উদাহরণ হিসেবে বিবেচিত হতে পারে।

    নির্বাচন পর্যালোচনা করে তিনি বলেন, সামান্য কিছু ব্যত্যয় থাকলেও প্রার্থী ও সমর্থকদের আচরণ ছিল সংযত। তবে সরকারের পক্ষ থেকে নির্বাচন প্রভাবিত করার চেষ্টা দেখিনি। সরকার যদি সহায়তা করে এবং প্রশাসন যদি হস্তক্ষেপ না করে তাহলে জাতীয় নির্বাচনও অবাধ ও সুষ্ঠু হবে বলেও আশা প্রকাশ করেন সুজন সম্পাদক।

    /এসএইচ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close