• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

পা'চ দশকের কবিদের জম্পেশ আড্ডা

প্রকাশ:  ০৩ নভেম্বর ২০১৭, ০১:২৯
সালেম সুলেরি

পা'চ দশকের কবিদের জম্পেশ আড্ডা। বসেছিলো 'পাঠক সমাবেশ' চত্বরে। কবি বিমল গুহ'র জন্মোতসব-উত্তর আয়োজন। সাহিত্য-ঘনিষ্ঠ দশদিগন্তে বিহার। প্রাণখোলা স্মৃতিচারণ আর বিস্ময়ছড়ানো বাক্যরস। ছিলেন ষাট দশকের জাতিসত্বার কবি।

স্বনামধন্য মুহম্মদ নূরল হুদা। সৌহার্দ সত্তর বা সেতুবন্ধ-খ্যাত পশ্চিমবঙ্গের কবি। 'কবিসম্মেলন' সম্পাদক শ্যামলকান্তি দাশ। ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদের মহাব্যস্ত ব্যক্তিত্ব। বিমুগ্ধতার কবি কামাল চৌধুরী। সত্তর দশকের 'বারুদ মাখানো ক্লান্তির কবি' আরো ছিলেন। ফরিদ আহমেদ দুলাল, বিমল গুহ, ফারুক মাহমুদ।

সম্পর্কিত খবর

    আশির দশকের প্রতিনিধিত্বে আমি (সালেম সুলেরী, কবি-কথাকার)। মুখর ছড়ালেখক আলম তালুকদার। এছাড়া গবেষক-প্রকাশক খান মাহবুব। নব্বই দশকের একাধিক মেধাবী মুখ। ড. তপন বাগচী, হাসান মাহমুদ, ওবায়েদ আকাশ। শুন্য দশকের কবি অচিন্ত্য চয়ন। সাদর আপ্যায়নে ছিলেন পাঠক সমাবেশের কর্ণধার শ.ই বিজু।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close