• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

গণতন্ত্র উদ্ধারে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে: জোনায়েদ সাকি

প্রকাশ:  ২৯ সেপ্টেম্বর ২০১৮, ২০:১৩
বরিশাল প্রতিনিধি

গণতন্ত্র উদ্ধারে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। বলেছেন, বর্তমানে দেশে রাজিনৈতিক পরিস্থিতি তীব্র সঙ্কটের মুখে রয়েছে। এই সঙ্কট সংঘাতে রূপ নিয়ে বার বার ফিরে আসছে। সরকারের ভেতর থেকেই এই সঙ্কট তৈরি করা হচ্ছে। বর্তমান সরকারের হতে বার বার গণতন্ত্র লুণ্ঠিত হচ্ছে।

শনিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে নগরীর সদর রোড সংলগ্ন কীর্তনখোলা মিলনায়তনে গণসংহতি আন্দোলন বরিশাল জেলা শাখার আয়োজনে আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, আমরা বার বার সরকারকে সংযত হওয়ার আহ্বান জানাচ্ছি। কিন্তু সরকার সে পথে হাঁটছে না। এই পরিস্থিতিতে আগামীতে কেউ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবে তার কোনো নিশ্চয়তা নেই, সংশয় রয়েছে।

গণসংহতি আন্দোলন বরিশাল জেলা শাখার আহ্বায়ক দেওয়ান আব্দুর রশিদ নিলুর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদ সদস্য হাসান মারুফ রুমি,কেন্দ্রীয় সদস্য আমজাদ হোসেনসহ অন্যান্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন গণসংহতি আন্দোলনের বরিশাল জেলা শাখার সদস্য সচিব হারুনর রশিদ মাহমুদ।

/এসএম

জোনায়েদ সাকি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close