• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘চুপ করে বসে থাকবো না’

প্রকাশ:  ১০ ডিসেম্বর ২০১৮, ১৫:১৩ | আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ১৫:১৯
নিজস্ব প্রতিবেদক

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, এ সরকারের সময় আর মাত্র ১০-২০ দিন। তারপর মন্ত্রীরা এমপিরা তো সাধারণ নাগরিক হয়ে যাবে। ভয়ভীতি উপেক্ষা করে জনগণকে ভোট কেন্দ্রে যেতে হবে এবং ভোট দিতে হবে। ভোট না দিতে না পারলে দেশের স্বাধীনতা হারিয়ে যাবে। আর স্বাধীনতা হারিয়ে গেলে তো আমরা চুপ করে বসে থাকবো না।

সোমবার (১০ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে রাজনীতি ও মানবাধিকার শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. কামাল বলেন, ২০১৪ সালে তথাকথিত নির্বাচনে এ সরকার ক্ষমতায় এসেছে। তখন সরকারপ্রধান বলেছিল খুব শিগগিরিই সবার সাথে আলোচনার করে একটি গ্রহণযোগ্য নির্বাচন করা হবে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে খুব শিগগিরি কি ৫ বছর কাটানো, তবে তো বাংলা ডিকশনারি পরিবর্তন করতে হবে।

গতকাল এনবিআরের চেয়ারম্যান বলেছেন, ড. কামাল আয়কর ফাঁকি দিচ্ছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, আমি আইনজীবীদের মধ্যে সেরা ৫ জনের একজন। সুতরাং তারা আমার সম্পর্কে খতিয়ে দেখলে আমি স্বাগত জানাবো।

ঐক্যফ্রন্টের প্রধান হিসেবে নির্বাচনের প্রচারে নামবেন কিনা এমন প্রশ্নের জবাবে গণফোরাম সভাপতি বলেন, আমার বয়স ৮০ বছর। তবে জনমত তৈরি করতে যা যা প্রয়োজন সবই করবো।

আলোচনা সভায় সাবেক মন্ত্রী শেখ শহিদুল ইসলাম, সাবেক সচিব মোফাজ্জল করিম, মোঃ নূরুল হুদা মিলু, আবদুল্লাহ আল মামুন ও তালুকদার মনিরুজ্জামান মনির প্রমুখ উপস্থিত ছিলেন।

/অ-ভি

গণফোরাম,সভাপতি,ড. কামাল হোসেন,জাতীয় ঐক্যফ্রন্ট
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close