• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে প্রিয়াঙ্কা চোপড়া

প্রকাশ:  ২১ মে ২০১৮, ১৮:১৮ | আপডেট : ২১ মে ২০১৮, ১৮:২৬
কক্সবাজার প্রতিনিধি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন বিশ্বের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের পরে হলিউডেও খ্যাতির তুঙ্গে থাকা ভারতীয় এই অভিনেত্রী বিকেল ৪টায় টেকনাফ বাহারছড়ার শাপলাপুর অস্থায়ী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। এসময় তিনি রোহিঙ্গা শিশুদের সাথে কথা বলেন।

এর আগে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার বিমানবন্দরে পৌছেন। কক্সবাজার বিমানবন্দর থেকে প্রিয়াঙ্কা চোপড়া সড়কপথে ইনানীর হোটেল রয়েল টিউলিপে যান। অভিনেত্রী প্রিয়াঙ্কা সকাল সাড়ে ৮টায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে কক্সবাজারের উদ্যেশ্যে ঢাকা ত্যাগ করেন।

জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) এর শুভেচ্ছা দূত হিসেবে ‘ফ্যাশন’ খ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ৪দিনে সফরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছেন।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জানান, টেকনাফের বাহারছড়ার শামলাপুর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ইনানীর হোটেল রয়েল টিউলিপে অবস্থান করবেন অভিনেত্রী প্রিয়াঙ্কা। পরদিন মঙ্গলবার সকালে প্রথমে উখিয়ার বালুখালী ও জামতলী রোহিঙ্গা ক্যাম্প ও বিকেলে টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন তিনি। বুধবার উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করার পর পরদিন বৃহস্পতিবার সকালে কক্সবাজার ত্যাগ করবেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা।

ওএফ

রোহিঙ্গা,ক্যাম্প,পরিদর্শন,প্রিয়াঙ্কা,চোপড়া
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close