• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

দক্ষিণাঞ্চলের শিরোপা জয়ের নায়ক রাজ্জাক

প্রকাশ:  ২৬ এপ্রিল ২০১৮, ১৬:০২
স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) শেষ রাউন্ডে দক্ষিণাঞ্চলের স্পিনার আব্দুর রাজ্জাকের দাপুটে বোলিংয়ে মাত্র ১১৫ রানে অলআউট হয় উত্তরাঞ্চল। এতে তৃতীয় দিনেই ইনিংস ও ৬৩ রানে জয় পেলো নুরুল হাসান সোহান নেতৃত্বাধীন দলটি। মোট ১১টি উইকেট নিয়ে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন এই অভিজ্ঞ বোলার।

বিসিএলের শেষ রাউন্ডের খেলায় রাজ্জাকের স্পিন জাদুতে চ্যাম্পিয়ন মাশরাফির দক্ষিণাঞ্চল। খুলনার শেষ আবু নাসের স্টেডিয়ামে আগের দিনের বিনা উইকেটে খেলতে নামে উত্তরাঞ্চল আজ ম্যাচের শুরু থেকেই রাজ্জাকে দিশেহারা। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া আব্দুর রাজ্জাক এবার দ্বিতীয় ইনিংসে ছয় উইকেট নিয়ে ৬৩ রানে জিতিয়েছে দক্ষিণাঞ্চলকে।

আর বিসিএলে প্রথম নেমেই চ্যাম্পিয়ন হলেন শিরোপার রাজা মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশে মূলত চারটি ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট হয়। আর এ চারটি টুর্নামেন্টেরই বর্তমান চ্যাম্পিয়ন নড়াইল এক্সপ্রেস। দ্বিতীয় ইনিংসে শুরুতেই বল হাতে পান রাজ্জাক। দুই দিন মিলিয়ে ২১.২ ওভারের টানা স্পেলে ৪৮ রানে ৬ উইকেট নিয়ে প্রায় একাই মাত্র ১১৫ রানেই গুঁড়িয়ে দেন উত্তরাঞ্চলকে।

উত্তরাঞ্চলের পক্ষে দলের ব্যাটিং হাল ধরেন সোহরাওয়ার্দী শুভ। দলের হয়ে সর্বোচ্চ ৪১ রানেআসে কার ব্যাট থেকে। শুভ ছাড়া মিজানুর রহমান করেন দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান। আর বাকিরা ব্যাট হাতে দাড়াতেই পারেননি। জুহরুল(১০) ছাড়া দুই অংকের ঘরেও পৌঁছাতে পারেনি কেউ। রাজ্জাকের পাশাপাশি ৩২ রান দিয়ে তিনটি উইকেট নেন সাকলাইন। আর ১৬ রানের বিপরীতে ইমরুল কায়েস নেন একটি উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

উত্তরাঞ্চল ১ম ইনিংস: ১৮৭

দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: ৩৬৫/৮ ডিক্লেয়ার

উত্তরাঞ্চল ২য় ইনিংস: ৪৩.২ ওভারে ১১৫ (মিজানুর ২০, জুনায়েদ ১৭, শান্ত ৪, ফরহাদ ৬, জহুরুল ১০, ধীমান ৪, আরিফুল ৪, শুভ ৪১, রেজা ০, তাইজুল ৮*, শফিউল ০; মাশরাফি ০/২৪, রাজ্জাক ৪৮/৬, সাকলাইন ৩/৩৪, নাহিদুল ০/২, ইমরুল ১/৬)

ফল: দক্ষিণাঞ্চল ইনিংস ও ৬৩ রানে জয়ী

ম্যাচ সেরা: আব্দুর রাজ্জাক। /এস কে

দক্ষিণাঞ্চল,শিরোপা জয়,জয়ের নায়ক রাজ্জাক,চ্যাম্পিয়ন মাশরাফির দক্ষিণাঞ্চল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close