• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামির আশঙ্কা

প্রকাশ:  ১৬ মার্চ ২০২২, ২২:১৯
আন্তর্জাতিক ডেস্ক

জাপানের উত্তরপূর্ব উপকূলীয় অঞ্চল ফুকুশিমায় ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এর প্রভাবে সুনামি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দেশটির সংবাদমাধ্যম এনএইচকে নিউজ চ্যানেলের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

দেশটির আবহাওয়া অধিদপ্তর জাপান মেটেরোলজিক্যাল এজেন্সি জানিয়েছে, বুধবার দুপুরের দিকে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের প্রভাবে সুনামি ঘটতে পারে।

টোকিওতেও এই ভূমিকম্পের আঁচ পাওয়া গেছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়।

এনএইচকের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্প এতটাই শক্তিশালী ছিল যে মানুষজন স্থির দাঁড়িয়ে থাকতে পারছিলেন না।

এর আগে ২০১১ সালে এই ফুকুশিমাতেই এ রকম শক্তিশালী এক ভূমিকম্পে সেখানকার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি ধ্বংস হয়ে গিয়েছিল।


পূর্বপশ্চিম/এসকে

জাপান,সুনামি,ভূমিকম্প
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close