• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান

প্রকাশ:  ২২ মে ২০২২, ১৬:০৩
আন্তর্জাতিক ডেস্ক

ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান। স্থানীয় সময় রোববার বেলা ১২টা ২৪ মিনিটে জাপানের পূর্বাঞ্চল এবং উত্তর-পূর্বাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির গভীরতা ছিলো প্রায় ৩০ কিলোমিটার।

জাপান টাইমসের এক প্রতিবেদনে ভূমিকম্পের খবর নিশ্চিত করা হয়।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিলো ৫ দশমিক ৮। ফুকুশিমা এবং অন্যান্য এলাকায় ভূমিকম্পের সময় তীব্র কম্পন অনুভূত হয়। ওই ভূমিকম্পটি থেকে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। এছাড়া ভূমিকম্প থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবরও পাওয়া যায়নি।

এর আগে গত মার্চে উত্তরাঞ্চলীয় ফুকুশিমা উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পের কারণে দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হয়।

এছাড়া ভূমিকম্পের কারণে ওই অঞ্চলের প্রায় ২০ লাখ বাড়ি অন্ধকারে নিমজ্জিত হয়েছিলো। সে সময় মিয়াগি ও ফুকুশিমার কিছু অংশে এক মিটার উচ্চতার জলোচ্ছ্বাসের সতর্কতা জারি করা হয়।

পূর্বপশ্চিমবিডি/এসএম

জাপান,ভূমিকম্প,আঘাত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close