• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

আবারো ইরাকের পার্লামেন্টে সমর্থকদের হানা

প্রকাশ:  ৩১ জুলাই ২০২২, ১৫:৪১
আন্তর্জাতিক ডেস্ক

ইরাকের পার্লামেন্টে আবার জোরপূর্বক প্রবেশ করেছে প্রভাবশালী শিয়া নেতা মুক্তাদা আল-সদরের সমর্থকরা।

স্থানীয় সময় শনিবার সদর সমর্থকরা হানা দেয় পার্লামেন্টে, যার জেরে আহত হয় কমপক্ষে ১২৫ জন।

আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, আল-সদর ও তার সদরি আন্দোলনের হাজার হাজার সমর্থক গতকাল বাগদাদের গ্রিন জোনের কংক্রিটের ব্যারিকেড ভেঙে ফেলে। এরপর তারা পার্লামেন্টে প্রবেশ করে।

গত বুধবারও সদর সমর্থকরা একই ধরনের পরিস্থিতির সৃষ্টি করেছিল, তবে এবার আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ২৫ সদস্য ও কমপক্ষে ১০০ বেসামরিক নাগরিক আহত হয়েছে।

পার্লামেন্টে প্রবেশের আগে সদর সমর্থকরা পুলিশকে লক্ষ করে ইট-পাথর ছোড়ে। তাদের ঠেকাতে কাঁদানে গ্যাসের শেল ও স্টান গ্রেনেড ব্যবহার করে পুলিশ।

মুক্তাদা আল-সদরের ছবিসংবলিত প্ল্যাকার্ড ও জাতীয় পতাকা হাতে পার্লামেন্টে অবস্থান নিতে আসা আবু ফুয়াদ নামের একজন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আমরা দুর্নীতিমুক্ত সরকার চাই…এবং এটি জনগণের দাবি।’

সদর সমর্থকদের পার্লামেন্টে অবস্থানের পরিপ্রেক্ষিতে বিবৃতি দিয়েছে ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাজিমির সংবাদমাধ্যম দপ্তর। এতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে।

পূর্বপশ্চিম/ম

ইরাক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close