• শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
  • ||

ট্রাম্পের বাড়িতে সার্চ ওয়ারেন্টের হলফনামা প্রকাশ

প্রকাশ:  ২৬ আগস্ট ২০২২, ২৩:৫৬
আন্তর্জাতিক ডেস্ক

ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পের মার-এ-লাগো অবকাশযাপন কেন্দ্রে গোপন সরকারি নথি অনুসন্ধানের জন্য জারি করা সার্চ ওয়ারেন্ট হলফনামার একটি সংশোধিত সংস্করণ প্রকাশ করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ফেডারেল বিচারক এটি প্রকাশের আদেশ দিয়েছিলেন।

চলতি মাসের শুরুতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার-এ-লাগো অবকাশযাপন কেন্দ্রে তল্লশির জন্য একটি পরোয়ানা চেয়েছিল গোয়েন্দা সংস্থা এফবিআই। এর পরিপ্রেক্ষিতে বিচার বিভাগ তল্লাশির যৌক্তিকতা ব্যাখ্যা করে হলফনামা দাখিল করেছিল। এতে বলা হয়েছিল, কেন তদন্তকারীরা বিশ্বাস করেছিলেন যে, অপরাধ সংঘটিত হওয়ার সম্ভাব্য কারণ ছিল এবং এফবিআই এজেন্টরা সাবেক প্রেসিডেন্টের বাসভবনে সন্দেহভাজন নথি খুঁজে পাবে বলে আশা করছে।

সংশোধিত হলফনামায় বলা হয়েছে, এফবিআই এজেন্টরা ট্রাম্পের বাড়ি থেকে যেসব নথি উদ্ধার করেছেন তাতে ‘১৮৪টি মৌলিক নথি উদ্ধার করেছে যাতে শ্রেণিবিভাগের চিহ্ন রয়েছে, যার মধ্যে ৬৭টি গোপনীয় হিসাবে চিহ্নিত, ৯২টি অধিকতর গোপনীয় হিসাবে চিহ্নিত, এবং ২৫টি নথিকে অতি গোপনীয় হিসাবে চিহ্নিত করা হয়েছে।’

হলফনামায় বলা হয়েছে, ‘আমার প্রাপ্ত প্রশিক্ষণ ও অভিজ্ঞতার আলোকে আমি জানি যে, এই মাত্রার গোপনীয় নথিতে সাধারণত জাতীয় প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য থাকে।’

পূর্বপশ্চিমবিডি/এআই

ডোনাল্ড ট্রাম্প
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close