• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‌‘ইউক্রেনে হামলায় ইরানি ড্রোন ব্যবহার করছে রাশিয়া’

প্রকাশ:  ২৪ সেপ্টেম্বর ২০২২, ১৪:২৪
আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের নানা অঞ্চলে চালানো হামলায় রাশিয়া ইরানি ড্রোন ব্যবহার করছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার (২৪ সেপ্টেম্বর) এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনের সেনারা এখন পর্যন্ত ইরানের তৈরি ৮টি ড্রোন ভূপাতি করেছে।

তিনি বলেন, আজ রাশিয়ার সেনারা ইরানি ড্রোন ব্যবহার করে দানিপ্রোপেত্রোভস্ক ও ওডেসায় হামলা চালিয়েছে। আমি পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ ঘটনার বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানানোর নির্দেশনা দিয়েছি।

ইউক্রেনের প্রেসিডেন্ট আরো বলেন, ইরানের এমন অবন্ধুসুলভ আচরণের প্রতিক্রিয়ায় ইউক্রেনের পক্ষ ইরানের রাষ্ট্রদূতকে তার স্বীকৃতি থেকে বঞ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে কিয়েভের ইরান দূতাবাসে কূটনৈতিকের সংখ্যাও কমানো হবে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

রাশিয়া,ব্যবহার,ড্রোন,ইরান,ইউক্রেন,হামলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close