• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

প্লেন বিধ্বস্ত

নেপালে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

প্রকাশ:  ১৬ জানুয়ারি ২০২৩, ১৪:২৯
আন্তর্জাতিক ডেস্ক

নেপালের পোখরা বিমানবন্দরে ভয়াবহ বিমান দুর্ঘটনায় সোমবার (১৬ জানুয়ারি) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার।

রোববার (১৫ জানুয়ারি) ওই ঘটনায় এখন পর্যন্ত ৬৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে। বিধ্বস্ত হওয়া ইয়েতি এয়ারলাইন্সের ওই উড়োজাহাজে মোট ৭২ জন আরোহী ছিলেন। নিখোঁজ চারজনের সন্ধানে কাজ শুরু করেছেন উদ্ধারকারীরা।

পোখারার পুলিশ কর্মকর্তা অজয় কে সি বলেন, রোববার অন্ধকারের কারণে বন্ধ হয়ে যাওয়া অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। সোমবার তিনি রয়টার্সকে বলেন, ৪ জন এখনো নিখোঁজ রয়েছেন।

তিনি বলেন, ৬৩টি মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। কর্তৃপক্ষ বলছে, শনাক্ত ও পরীক্ষা-নিরীক্ষার পর মরদেহগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনো পরিষ্কার নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মাত্র দুই সপ্তাহ আগে পোখারার নতুন আন্তর্জাতিক বিমানবন্দরটি চালু করা হয়।

প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল উড়োজাহাজ বিধ্বস্তের পর বিমানবন্দরে ছুটে যান। দুর্ঘটনার তদন্তে এবং ভবিষ্যতে দুর্ঘটনা এড়াতে তিনি একটি প্যানেল গঠনের ঘোষণা দেন।

২০০০ সালের পর থেকে এই পর্যন্ত নেপালে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩৫০ জনের প্রাণহানি ঘটেছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

প্লেন,বিধ্বস্ত,ঘোষণা,রাষ্ট্রীয় শোক,নেপাল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close