• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

১.৪ ডিগ্রি সেলসিয়াসে নামলো দিল্লির তাপমাত্রা

প্রকাশ:  ১৬ জানুয়ারি ২০২৩, ১৪:৫৪
আন্তর্জাতিক ডেস্ক

ভারতের রাজধানী নয়াদিল্লি ও তার পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা সোমবার (১৬ জানুয়ারি) ১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে, যা চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। খবর এনডিটিভির।

দেশটির আবহাওয়া অধিদপ্তর বলছে, নয়াদিল্লির ওপর দিয়ে নতুন করে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শৈত্যপ্রবাহের সঙ্গে রয়েছে ঘন কুয়াশা। একই অবস্থা বিরাজ করছে পাঞ্জাব, হরিয়ানা ও চণ্ডীগড়ে। এছাড়া উত্তর প্রদেশ ও রাজস্থানের কিছু এলাকায় শৈত্যপ্রবাহের সঙ্গে ঘন কুয়াশা রয়েছে।

আগামী তিনদিন উত্তর ভারতের বিভিন্ন এলাকার ওপর দিয়ে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাবে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে থাকবে ঘন কুয়াশা।

ভারতের আবহাওয়া অধিদপ্তর বলছে, ১৮ থেকে ২০ জানুয়ারি নাগাদ সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়বে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ডিগ্রি সেলসিয়াস,তাপমাত্রা,নয়াদিল্লি,ভারত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close