• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

আবারও সীমা অতিক্রম করছে ওয়াশিংটন: কিম ইয়ো জং

প্রকাশ:  ২৮ জানুয়ারি ২০২৩, ১৫:০৫
আন্তর্জাতিক ডেস্ক
কিম ইয়ো জং। ছবি: সংগৃহীত

ওয়াশিংটন আবারও সীমা অতিক্রম করছে বলে হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া। গতকাল শুক্রবার দেশটির সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ এই খবর জানিয়েছে। ইউক্রেনকে ট্যাংক দেওয়ার প্রতিশ্রুতির পর যুক্তরাষ্ট্রের প্রতি নিন্দা জানিয়ে এ হুঁশিয়ারি দিয়েছে পিয়ংইয়ং।

কেসিএনএকে দেওয়া এক বিবৃতিতে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং বলেন, রাশিয়া যেমন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, উত্তর কোরিয়াও তেমনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধ অবস্থানে থাকবে।

সার্বভৌম রাষ্ট্রের প্রতি অপবাদ দেওয়ার কোনো অধিকার যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বিশ্বের নেই উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনে সামরিক অস্ত্রসহায়তা দেওয়ায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র এ সপ্তাহে ইউক্রেনে ৩১টি ট্যাংক পাঠানোর ঘোষণা দিয়েছে। পাশাপাশি জার্মানিও কিয়েভকে ট্যাংক দেওয়ার ঘোষণা দিয়েছে।

কিম ইয়ো জং,ওয়াশিংটন,উত্তর কোরিয়া,কিম জং উন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close