• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

করাচিতে পুলিশ সদর দফতরে হামলা, নিহত ২

প্রকাশ:  ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:১৫
আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের করাচিতে পুলিশ সদর দফতরে হামলা হয়েছে বলে জানা যাচ্ছে। এতে এখন পর্যন্ত একজন পুলিশসহ দুই ব্যক্তি মারা গেছে বলে খবর পাওয়া যাচ্ছে। আহত হয়েছেন আরো চারজন। খবর: বিবিসি বাংলা।

সংবাদদাতারা বলছেন, সেখানে দু’পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি চলছে এবং সম্ভবত গ্রেনেডের একাধিক বিস্ফোরণ হয়েছে। পুলিশ সদর দফতরের ভেতরে থাকা কর্মীরা বাতি নিভিয়ে দিয়েছেন এবং ঢোকার দরোজা অবরুদ্ধ করে রেখেছেন বলে জানা গেছে।

নিষিদ্ধ গোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি) এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। বিবিসির উর্দু বিভাগ জানাচ্ছে, করাচিতে পুলিশের সদর দফতর শারায় ফয়সাল রোডে।

সিন্ধুর তথ্যমন্ত্রী শারজিল মেমন এই হামলার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, সন্ত্রাসীরা গোপনে হামলা করেছে এবং তা ঠেকাতে পুলিশের অভিযান চলছে।

শারায় ফয়সাল রোডের দু’দিক থেকে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। অন্যান্য এলাকা থেকে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। উদ্ধারকর্মীরাও ঘটনাস্থলে রয়েছেন।

পুলিশ কর্মকর্তাদের বিশ্বাস, সেখানে ১০ জন হামলাকারী রয়েছে। তবে সঠিক সংখ্যা এখনো জানা যায়নি।

পূর্বপশ্চিমবিডি/এসএম

নিহত,হামলা,সদর দফতর,করাচি,পুলিশ,পাকিস্তান
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close