• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ইরানের প্রেসিডেন্টকে সফরের আমন্ত্রণ জানিয়েছে সৌদি

প্রকাশ:  ২০ মার্চ ২০২৩, ১০:৪৩
আন্তর্জাতিক ডেস্ক

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন বাদশাহ সালমান। সোমবার (২০ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের পক্ষ থেকে জানানো হয়, সৌদি আরবের বাদশাহ সালমান এক চিঠিতে ইরানের প্রেসিডেন্টকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন। তবে সৌদি আরবের পক্ষ থেকে বিষয়টি এখনও নিশ্চত করা হয়নি।

জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা মোহাম্মদ জামশিদি এক টুইটে ইরানি প্রেসিডেন্টকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানানোর বিষয়টি উল্লেখ করে লিখেছেন, ইরানের প্রেসিডেন্ট রাইসি এই আমন্ত্রণকে স্বাগত জানিয়েছেন।

এ ছাড়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান সাংবাদিকদের বলেছেন, দুই দেশ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে একটি বৈঠক করতে সম্মত হয়েছে এবং এই বৈঠকের জন্য তিনটি সম্ভাব্য স্থানের নাম প্রস্তাব করা হয়েছে।

তবে তিনি এই তিন স্থানের নাম উল্লেখ করেননি বা কবে এই বৈঠক হতে পারে সে বিষয়েও কোনো ধারণা দেননি।

পূর্বপশ্চিমবিডি/এসএম

আমন্ত্রণ,ইরান,সফর,প্রেসিডেন্ট,সৌদি আরব
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close