• শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
  • ||

ট্রাম্পের গ্রেপ্তারে নীরব কেন পুতিন?

প্রকাশ:  ০৬ এপ্রিল ২০২৩, ১৭:১৪
আন্তর্জাতিক ডেস্ক

কৃষ্ণাঙ্গ হত্যা, ক্যপিটাল হিলে দাঙ্গার মতো বিষয়গুলোতে সরব থাকলেও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রেপ্তারের বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একেবারে নীরব।

২০১৬ সালের নির্বাচনের আগে সাবেক পর্নো তারকা ড্যানিয়েল স্টর্মির মুখ বন্ধ রাখতে ঘুষ দেওয়ার মামলায় মঙ্গলবার আত্মসমর্পণের পর গ্রেফতার হন ট্রাম্প। প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ফৌজদারি মামলায় গ্রেপ্তার হন ট্রাম্প। অবশ্য গ্রেফতার হওয়ার কিছু সময় পরই মুক্তি পান তিনি।

সম্প্রতি যুক্তরাষ্ট্র অভ্যন্তরীণ বেশ কিছু বড় বড় ঘটনায় পুতিন প্রশাসনকে মন্তব্য করতে দেখা গেছে। ২০২১ সালের একটি সংবাদ সম্মেলনে কৃষ্ণাঙ্গ হত্যা ও এই বিষয়ে গড়ে ওঠা ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন নিয়ে মন্তব্য করেন তিনি। মিনিয়াপোলিসে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় জর্জ ফ্লয়েডের মৃত্যুকে আইন লঙ্ঘন হিসেবে আখ্যা দেন তিনি। এমনকি ২০২১ এ ক্যাপিটাল হিলের বিক্ষোভকারীদের ‘দেশীয় সন্ত্রাসী’ বলে আখ্যা দিয়েছিলেন তিনি।

এছাড়া ২০১৬ সালের নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে রাশিয়া নেতিবাচক প্রচারণা চালিয়ে নির্বাচনে হস্তক্ষেপ করেছে অভিযোগ মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর। সমালোচকদের মতে, হিলারিবিরোধী রুশ প্রচারণার সুফল পেয়েছেন ট্রাম্প। অবশ্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রাশিয়া এমন অভিযোগ বরাবর অস্বীকার করে আসছে।

তবে এবার ট্রাম্পের গ্রেপ্তার ইস্যুতে কোনও ধরনের মন্তব্য করতে অস্বীকার করেছেন পুতিন। বুধবার (৫ এপ্রিল) ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে আমরা কোনও হস্তক্ষেপ করতে চাই না।’

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদসংস্থা তাসকে তিনি বলেন, ‘আশা করি যুক্তরাষ্ট্রও আমাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে হস্তক্ষেপ করবে না। তাই বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে আমরা আগ্রহী নই।’

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন যুদ্ধ শুরুর পরেও পুতিনকে নিয়ে ইতিবাচক মন্তব্য করেন ট্রাম্প।

ক্রেমলিন মুখপাত্রের এমন মন্তব্যের প্রতিক্রিয়া হিসেবে যুক্তরাষ্ট্রের জর্জ ম্যাসন বিশ্ববিদ্যালয়ের নীতি ও সরকার বিভাগের অধ্যাপক মার্ক এন. কাটজ বলেন, ‘সোভিয়েত আমল থেকেই ওয়াশিংটনের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য না করার দাবি করে আসছে রাশিয়া। তবে বাস্তবে বরাবরই এর ব্যতিক্রম ঘটনা ঘটেছে।’

তিনি বলেন, ‘আমার ধারনা মস্কো চায় না রিপাবলিকান দলের নেতা ট্রাম্পের সমর্থকেরা পুতিনের সমালোচনা করুক অথবা রাশিয়ার অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলুক। এ কারণেই এবারের ঘটনায় মন্তব্য করতে আগ্রহী নয় পুতিন প্রশাসন।’

সূত্র: নিউজউইক

ট্রাম্প
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close