• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ফিলিস্তিন ইস্যু

সৌদি যুবরাজ-ইরান প্রেসিডেন্টের টেলিফোন আলাপ

প্রকাশ:  ১২ অক্টোবর ২০২৩, ১২:০২
আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েল-গাজা সংঘাত নিয়ে আলোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বুধবার (১১ অক্টোবর) টেলিফোনে ইসরায়েল-গাজা সংঘাত নিয়ে আলোচনা করেন তারা।

দুই বছর আগে চীনের মধ্যস্থতায় দুই দেশের সম্পর্ক স্বাভাবিকীকরণ প্রক্রিয়া শুরুর পর এই প্রথম এ ধরনের টেলিফোন আলাপের কথা প্রকাশ্যে জানা গেলো।

ইরানি গণমাধ্যম বলছে, প্রেসিডেন্ট রাইসি ও যুবরাজ মোহাম্মদ ‘ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ বন্ধের প্রয়োজনীয়তা’ নিয়ে আলোচনা করেছেন।

সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ বলছে, সৌদি যুবরাজ নিশ্চিত করেছেন যে, ‘বর্তমান উত্তেজনা নিরসন করতে আঞ্চলিক এবং আন্তর্জাতিক সব পক্ষের সঙ্গে সব রকমের যোগাযোগ করছে সৌদি আরব’।

এদিকে হামাস ও ইসরায়েলের মধ্যে হামলা-পাল্টা হামলা ষষ্ঠ দিনে গড়িয়েছে। দুই পক্ষের হামলায় হতাহতের সংখ্যা বেড়েই চলছে। হামাসের হামলায় এরইমধ্যে ইসরায়েলে নিহতের সংখ্যা ১২০০ ছাড়িয়েছে। এছাড়াও তিন হাজারের বেশি মানুষ আহত হয়েছে।

অপরদিকে, ইসরায়েলি হামলায় ফিলিস্তিনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২০০ জনে। হামলায় পাঁচ হাজার ৬০০ ফিলিস্তিনি আহত হয়েছে বলে জানা গেছে।

প্রসঙ্গত, শনিবার (৭ অক্টোবর) সকালে গাজা থেকে ইসরায়েলে হামলা চালায় হামাস। কয়েক হাজার রকেট হামলা চালানোর পাশাপাশি ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে হত্যাকাণ্ড চালায় তারা। সূত্র: রয়টার্স।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ফিলিস্তিন,ইস্যু,আলাপ,টেলিফোন,প্রেসিডেন্ট,সৌদি-ইরান,যুবরাজ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close