• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বিশ্ব স্বাস্থ্য সংস্থা

উত্তর গাজার হাসপাতাল থেকে রোগী সরিয়ে নেওয়া সম্ভব নয়

প্রকাশ:  ১৪ অক্টোবর ২০২৩, ১০:১৮
স্পোর্টস ডেস্ক

উত্তর গাজার হাসপাতাল থেকে হাজার হাজার গুরুতর রোগীকে সরিয়ে নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুক্রবার (১৩ অক্টোবর) ইসরায়েলের ২৪ ঘণ্টার মধ্যে উত্তর গাজা ফাঁকা করার হুমকির পরিপ্রেক্ষিতে এ কথা জানায় সংস্থাটি।

শনিবার (১৪ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বলেছে, উত্তর গাজায় দু’টি হাসপাতাল আছে। যদি ইসরায়েলি বাহিনীর দাবি অনুযায়ী রোগীদেরকে সরিয়ে নেওয়া হয় তাহলে তারা জীবনের ঝুঁকিতে পড়বে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, ২৪ ঘণ্টার মধ্যে ১১ লাখ ফিলিস্তিনিকে উত্তর গাজা ছাড়ার ইসরায়েলি হুমকিকে প্রত্যাহার করতে হবে। আরো বলেছে, গণ উচ্ছেদ ভয়ংকর হবে। এতে রোগী, স্বাস্থ্যকর্মী ও অন্যান্য বেসামরিক লোকজন সমস্যায় পড়বে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইসরায়েলের নিকট গাজার অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানিয়ে বলেছে, ফিলিস্তিনি হাসপাতালগুলোতে জীবন রক্ষাকারী চিকিৎসা সরবরাহ করার জন্য একটি ‘মানবিক করিডোর’ খুলতে হবে।

এদিকে, ইসরায়েল-ফিলিস্তিনির সংঘাত সাতদিনে গড়িয়েছে। হামাস হামলায় এখন পর্যন্ত এক হাজার ৩০০ ইসরায়েলি নিহত হয়েছেন। অপর দিকে ইসরায়েলি বোমা হামলায় দুই হাজারের কাছাকাছি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

পূর্বপশ্চিমবিডি/এসএম

বিশ্ব স্বাস্থ্য সংস্থা,রোগী,হাসপাতাল,উত্তর গাজা,ইসরায়েল,ফিলিস্তিনি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close