• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ব্যথার চিকিৎসা করাতে গিয়ে জানলেন, কানে বাসা বেধেছে মাকড়সা

প্রকাশ:  ২৯ ডিসেম্বর ২০২৩, ২১:১০
পূর্বপশ্চিম ডেস্ক

কানে বেশ কিছু দিন ধরেই খসখস শব্দ পাচ্ছিলেন ২৯ বছর বয়সী লুসি ওয়াইল্ড। শব্দ ক্রমেই বাড়তে থাকে। সঙ্গে ব্যথা। অবশেষে দ্বারস্থ হন চিকিৎসকের। চিকিৎসক দেখতে পান, তার কানে বাসা বেধেছে আস্ত মাকড়সা। পরবর্তীতে সেটি বের করা হয়।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, গত কিছু দিন ধরেই কানের মধ্যে খসখসে আওয়াজ পাচ্ছিলেন লুসি। যা অবিরাম কর্কশ শব্দে রুপ নেয়। শুরুতে তিনি ভেবেছিলেন, কানে হয়তো ময়লা জমেছে। তবে সব সময়ই এই শব্দ পাওয়ায় তিনি চিকিৎসকের কাছে যান।

চিকিৎসক কান পরিস্কারের আধুনিক যন্ত্র দিয়ে পরীক্ষা করলে দেখতে পান একটি মাকড়সা তার কাছে অনুপ্রবেশ করেছে।

লুসি ওয়াইল্ড বলেন, “এটি কীভাবে ঢুকল বুঝতেই পারিনি।”

“তবে আমি ভয় পেয়েছিলাম। এজন্য যুক্তরাজ্যের জরুরি যোগাযোগ নম্বর-১১১-এ কল দিয়ে সহায়তা চাই। চিকিৎসক দেখেছেন, এটি প্রায় এক সেন্টিমিটারের মতো ছিল।”

মাকড়সা বের করার পরেও তার কান থেকে রক্তক্ষরণ হচ্ছিল বলেও জানান তিনি। চিকিৎসক তাকে এক সপ্তাহের খাওয়ার ওষুধ দেন।

না এখানেই এই গল্প শেষ হয়নি। বাড়ি ফেরার পর আবারও ব্যথা অনুভব করেন লুসি। এবার ক্যামেরা যুক্ত একটি যন্ত্র কানের ভেতরে ধুকিয়ে দেখা যায়, কানের ভেতরে রীতিমত নিজের ঘর বেধেছিল ওই মাকড়সাটি।

যা দেখে অবাক হন স্বয়ং চিকিৎসক নিজেও। কানের ভেতরে মাকড়সার আবাসস্থলের কথা শুনে হতবাক হন রোগী নিজেও। শেষমেস সেটিও পরিস্কার করা হয়।

এখনও নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না লুসি।

যুক্তরাজ্য,বন্যপ্রাণী,নারী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close