• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘মানসিক ভারসাম্য হারিয়েছেন নেতানিয়াহু’

প্রকাশ:  ০২ এপ্রিল ২০২৪, ২২:৩৫
পূর্বপশ্চিম ডেস্ক

সিরিয়ায় অবস্থিত ইরান দূতাবাসের এনেক্স ভবনে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলায় ইরানের বিপ্লবী গার্ডের তিন কমান্ডারসহ নিহত হয়েছেন অন্তত ১১ জন। এরপরই প্রশ্ন ওঠে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মানসিক সুস্থতা নিয়ে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান জানান, গাজায় হামাসের বিরুদ্ধে তার সামরিক অভিযানে বারবার ব্যর্থ হওয়ার ফলে নেতানিয়াহুর মানসিক অবস্থা আরও খারাপ হয়েছে।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, বেনিয়ামিন মানসিক ভারসাম্য হারিয়েছেন। এ সময় দামেস্কে ইরানি দূতাবাসে ইসরায়েলের হামলার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে ‘গুরুতর জবাব প্রদানের আহ্বানও জানিয়েছেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে কী ধরনের ‘প্রতিক্রিয়া ও শাস্তি’ কার্যকর করা হবে সে বিষয়ে ইরান সিদ্ধান্ত নেবে।

এদিকে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি হামলায় ইরানের দূতাবাস ভবনটি পুরোপুরি ধসে গেছে এবং ভবনের ভেতর যারা ছিলেন তাদের সবাই আহত ও নিহত হয়েছেন।

তবে এ হামলায় সিরিয়ায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত হোসেন আকবারি এবং তার পরিবারের কোনো সদস্য ক্ষতিগ্রস্ত হননি। কনস্যুলেটের যে ভবনটিতে হামলা হয়েছে তারা সেখানে উপস্থিত ছিলেন না।

ইসরায়েল,ফিলিস্তিন,প্রধানমন্ত্রী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close