• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ফ্রান্সের বোরকা নিষিদ্ধ আইন ‘মানবাধিকার লঙ্ঘন’

প্রকাশ:  ২৪ অক্টোবর ২০১৮, ১৪:০৭
আন্তর্জাতিক ডেস্ক

সম্পূর্ণ মুখ ঢাকা বোরকা নিষিদ্ধ করা হয়েছে ফ্রান্সে। ইতোমধ্যে সম্পূর্ণ মুখ ঢাকা বোরকা পরে বাইরে ঘোরাঘুরির জন্য দুই নারীকে জরিমানা করা হয়েছে। তবে এই আইনকে ‘মানবাধিকার লঙ্ঘন’ বলে মন্তব্য করেছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা।

মঙ্গলবার (২৪ অক্টোবর) জাতিসংঘের মানবাধিকার সংস্থা ইউএন হিউম্যান রাইটস কমিটি ফ্রান্সের বোরকা নিষিদ্ধ করে প্রবর্তিত আইনের সমালোচনা করেছে। পাশাপাশি দুই নারীকে জরিমানা করার ব্যাপারটিতে তাদের মানবাধিকার ‘লঙ্ঘন’ করা হয়েছে বলেও মন্তব্য করা হয়।

সে সময় তারা বলেন, ফরাসি এই আইনটি ধর্মীয় বিশ্বাস প্রদর্শনের অধিকারকে মাত্রাহীনভাবে ক্ষুণ্ন করেছে। পাশাপাশি ওই দুই নারীকে ক্ষতিপূরণ দেয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি। একই সঙ্গে ২০১০ সালে চালু করা আইনটি পুনর্মুল্যায়নের আহ্বান জানানো হয়।

বিভিন্ন দেশ যেন মানবাধিকার বজায় রাখে তা দেখভাল করে ইউএন হিউম্যান রাইটস কমিটি। তবে কোনো নির্দেশনা কার্যকর করার ক্ষমতা তাদের নেই।

এদিকে ফরাসি কর্তৃপক্ষের দাবি নিরাপত্তা ও সামাজিক কারণে ওই আইন প্রবর্তন করা জরুরি ছিল। তবে যুক্তিটি মানবাধিকার সংস্থা কাছে যথাযথ বলে মনে হয়নি।

উল্লেখ্য, ২০১০ সালে এই আইনটি চালু করা হয়। ওই আইনে শুধু চোখ ছাড়া সমস্ত মুখমণ্ডল ঢেকে রাখে এমন নেকাব ব্যবহার পরে ফ্রান্সে চলাফেরা করা নিষিদ্ধ। নেকাব পরার কারণে ২০১২ সালে ওই দুই নারীকে দোষী সাব্যস্ত করা হয়েছিল।

-এসএমএ

ফ্রান্সের বোরকা নিষিদ্ধ আইন,মানবাধিকার লঙ্ঘন,ইউএন হিউম্যান রাইটস কমিটি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close