• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

জাপানি দুই শিশু ২৩ জানুয়ারি পর্যন্ত মায়ের কাছে থাকবে

প্রকাশ:  ০৩ জানুয়ারি ২০২২, ১৩:০৮
নিজস্ব প্রতিবেদক

দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত তাদের মা জাপানের নাগরিক নাকানো এরিকোর কাছে থাকবে বলে আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এই সময়ের মধ্যে শিশু দুটির বাবা ইমরান শরীফ প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টার মধ্যে তাদের সঙ্গে দেখা করতে পারবেন।

সোমবার (৩ জানুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগ এ আদেশ দিয়ে শুনানি ২৩ জানুয়ারি পর্যন্ত মুলতবি করেন।

এর আগে গত ১৫ ডিসেম্বর আপিল বিভাগের এক আদেশে ৩ জানুয়ারি পর্যন্ত এই দুই শিশু তাদের মায়ের কাছে থাকবে বলে উল্লেখ করা হয়েছিল। তার আগে গত ২১ নভেম্বর এই দুই শিশু তাদের বাবার কাছে থাকবে বলে হাইকোর্ট আদেশ দিয়েছিলেন। পরে ওই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেন শিশুদের মা।

উল্লেখ্য, ২০০৮ সালের ১১ জুলাই এরিকোকে বিয়ে করেন ইমরান। এই দম্পতির তিন মেয়ে। চলতি বছরের ১৮ জানুয়ারি বিবাহবিচ্ছেদের আবেদন করেন ইমরান। আর ২১ ফেব্রুয়ারি দুই মেয়েকে নিয়ে বাংলাদেশে চলে আসেন তিনি। পরে ছোট মেয়েকে তার নানির কাছে রেখে গত ১৮ জুলাই বাংলাদেশে আসেন এরিকো।

গত ১৯ আগস্ট ইমরানের কাছ থেকে দুই মেয়েকে ফিরে পেতে ঢাকায় এসে রিট করেন মা এরিকো। আর ছোট মেয়েকে ফিরে পেতে আরেকটি রিট করেন বাবা ইমরান। পৃথক দুই রিটের ওপর শুনানি নিয়ে আদালত গত ২১ নভেম্বর হাইকোর্ট ইমরানের করা রিট খারিজ করে ওই আদেশ দেন।

পূর্বপশ্চিমবিডি/অ-ভি

মা,শিশু,জাপানি,আপিল বিভাগ,সুপ্রিম কোর্ট
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close