• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মেজর সিনহা হত্যা মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে

প্রকাশ:  ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৯:০০
নিজস্ব প্রতিবেদক

মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ ও এসআই পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ডের নথি হাইকোর্টে ডেথ রেফারেন্স হিসেবে পৌঁছেছে।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের মুখপাত্র সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সংশ্লিষ্ট কক্সবাজার আদালতের কর্মকর্তারা রায়সহ মামলার নথি হাইকোর্টে নিয়ে আসেন। যদি নিম্ন আদালত কোনো মামলায় কারো মৃত্যুদণ্ডের রায় দেন, তাহলে মৃত্যুদণ্ড নিশ্চিত করতে যুক্তিতর্ক শোনার মাধ্যমে সেই রায় যাচাই-বাছাই করেন হাইকোর্ট।

ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) প্রাসঙ্গিক বিধান অনুযায়ী, রায় ঘোষণার পর মামলার নথিপত্র এবং রায় নিম্ন আদালত থেকে ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে পাঠানো হয়।

এর আগে, গত ৩১ জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল সিনহা মো. রাশেদ খান হত্যার মামলায় প্রদীপ ও লিয়াকতকে মৃত্যুদণ্ড দেন। একই মামলায় ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

২০২০ সালের ৩১ জুলাই কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এপিবিএন চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। হত্যাকাণ্ডের ৪ দিন পর ৫ আগস্ট সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশসহ ৯ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

পূর্বপশ্চিম- এনই

সিনহা হত্যা মামলা,প্রদীপ ও লিয়াকত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close