• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

থমথমে আদালত প্রাঙ্গণ, সর্বোচ্চ নিরাপত্তা

প্রকাশ:  ০৯ ডিসেম্বর ২০২২, ১৫:৪৮
নিজস্ব প্রতিবেদক

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সকল প্রকার বিশৃঙ্খলা রোধে নিরাপত্তার ওপর জোর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা লালবাগ জোনের এডিসি মুহিত সেরনিয়াবাত।

শুক্রবার দুপুরে পুলিশের পক্ষ থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখানোর পর বিশৃঙ্খলার শঙ্কায় আদালত প্রাঙ্গণ নিরাপত্তার চাদরে আচ্ছন্ন করে রেখেছে পুলিশ।

জুমার নামাজের আগে থেকেই কোর্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে কোর্ট প্রাঙ্গণে। সাধারণ পথচারীকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কোর্ট প্রাঙ্গণে।

আদালত প্রাঙ্গণে নিরাপত্তার বিষয়ে লালবাগ জোনের এডিসি মুহিত সেরনিয়াবাত বলেন, আদালতে যেন কোন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য আমরা আদালত প্রাঙ্গণে বাড়তি নিরাপত্তা জোরদার করেছি। আমরা আমাদের তরফ থেকে সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করেছি।

আদালত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close