• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

কালোবাজারে ট্রেনের টিকিট, সহজের সিস্টেম ইঞ্জিনিয়ার আটক

প্রকাশ:  ২৮ এপ্রিল ২০২২, ১৭:২৭
নিজস্ব প্রতিবেদক

ঈদযাত্রার রেলের অগ্রিম টিকিট কালোবাজারে বিক্রি করার অভিযোগে দায়িত্বপ্রাপ্ত কোম্পানি সহজের সিস্টেম ইঞ্জিনিয়ারসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-১। এ ঘটনায় তাকে চাকরিচ্যুত করেছে সহজ কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে র‌্যাবের এক বার্তায় বলা হয়েছে, রেলওয়ের টিকিট কালোবাজারি চক্রের খোঁজে র‌্যাবের অনুসন্ধানে এর মূল ‘হোতা’ সিস্টেম ইঞ্জিনিয়ার মো. রেজাউল করিমসহ (৩৮) দুজনকে আটক করা হয়েছে।

বিকালে কারওয়ানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করার কথা রয়েছে।

গত মঙ্গলবার ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে আটক হওয়ার পর রেজাউল করিম নামে ওই কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে বলে সহজ কর্তৃপক্ষ জানিয়েছে।

সহজ-সিনেসিস-ভিনসেন জেভির পক্ষে বলা হয়, টিকিট কালোবাজারির অভিযোগে কমলাপুর রেলস্টেশন থেকে র‌্যাব কর্তৃক আটক মো. রেজাউল করিম (রেজা) সহজ-সিনেসিস-ভিনসেন জেভির নিয়োগকৃত একজন সিস্টেম ইঞ্জিনিয়ার। এই অপ্রীতিকর ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে সহজ-সিনেসিস-ভিনসেন জেভি। অভিযুক্তকে চাকরিচ্যুত করা হয়েছে। তার বিরুদ্ধে টিকিট

পূর্বপশ্চিম- এনই

ট্রেনের টিকিট
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close