• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পরীক্ষা শুরু ১৮ ফেব্রুয়ারি

প্রকাশ:  ২৩ জানুয়ারি ২০২৪, ১৭:৫২
পূর্বপশ্চিম ডেস্ক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর পরীক্ষা শুরু হবে ১৮ ফেব্রুয়ারি। পরীক্ষা চলবে ১১ মার্চ পর্যন্ত।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালের নিয়মিত-অনিয়মিত, প্রাইভেট, গ্রেড উন্নয়ন ও সিজিপিএ, এমএ, এমএসএস, এমবিএ, এমএসসি, এম মিউজ, আইসিটি শেষ পর্ব পরীক্ষা ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১১ মার্চ পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতিদিন বেলা সাড়ে ১২টায় পরীক্ষা শুরু হবে। পরীক্ষা নেওয়ার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

পরীক্ষা,গাজীপুর,জাতীয় বিশ্ববিদ্যালয়
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close