• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

চবিতে ছাত্রলীগের দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ

প্রকাশ:  ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২১ | আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:২১
পূর্বপশ্চিম ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ক্যাম্পাসে ছাত্রলীগের দুই গ্রুপের নেতাকর্মীদের মাঝে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে বেশ ক’জন নেতা-কর্মী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে বারোটার দিকে বিজয় গ্রুপ ও সিক্সটি নাইন গ্রুপের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে পিঠা উৎসব চলাকালীন দুপুরের দিকে ছাত্রলীগের দুই উপদলের নেতাকর্মীদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাকবিতণ্ডা হয়। পরে তা বড় ধরনের সংঘর্ষে রূপ নেয়। উপ-গ্রুপের নেতা-কর্মীরা দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া করে। এ সময় দুপক্ষই দেশিয় অস্ত্র ও পাথর নিক্ষেপে লিপ্ত হয়।

সংঘর্ষের বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের বিজয় গ্রুপের একাংশের নেতা সাখাওয়াত হোসেন বলেন, “পিঠা উৎসবের সময় শিক্ষা ও গবেষণা বিভাগের এক ছাত্র রাশেদকে লাঞ্ছিত করার জের ধরে ঘটনার সূত্রপাত হয়। পরে তা সংঘর্ষের রূপ নেয়।”

সংঘর্ষে জড়িত সিক্সটি নাইন গ্রুপের সদস্যদের বক্তব্য পাওয়া যায়নি।

বিজয় গ্রুপ শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সাথে সম্পৃক্ততার জন্য পরিচিত, অন্যদিকে সিক্সটি-নাইন গ্রুপ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের সাথে যুক্ত।

চবি প্রক্টর নুরুল আজিম সিকদার উপরোক্ত ঘটনার জন্য সংঘর্ষের কারণ হিসেবে বলেন, “প্রাথমিকভাবে জেনেছি, পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হচ্ছে।”

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়,ক্যাম্পাস,ছাত্রলীগ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close