• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

হিজবুত তাহরীর সন্দেহে ঢাবির শিক্ষার্থীকে নিয়ে গেল ডিবি

প্রকাশ:  ২৭ মার্চ ২০২২, ১৩:১১
অনলাইন ডেস্ক

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের সদস্য সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আশিকুর রহমান নামের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার (২৬ মার্চ) রাতে ডিবি পুলিশ পরিচয়ে হিজবুত তাহরীরের কয়েকজন সদস্যের সঙ্গে তাকে আজিমপুরের বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে। তিনি ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী বলেন, আমি বিষয়টি জেনেছি এবং গোয়েন্দা সংস্থার সঙ্গে আমার কথা হয়েছে। রাষ্ট্রীয় যে কোনো প্রয়োজন তাকে জিজ্ঞাসাবাদ করতে নেওয়ার অধিকার রয়েছে। তবে আমি পরিষ্কারভাবে তাদেরকে বলে দিয়েছি যে, আমার শিক্ষার্থীকে যেন কোনোভাবে হ্যারেস না করা হয়। আর কোনো অপরাধমূলক তথ্য না পাওয়া গেলে যেন তাকে ছেড়ে দেওয়া হয়।

আশিকুরের বন্ধু মুহসীন বলেন, আমি আর আশিক একই বাসায় থাকি। আমাদের পাশের বাসা থেকে হিজবুত তাহরিরের কয়েকজনকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে। একইসঙ্গে আশিকুরকেও তারা নিয়ে যান।

মুহসীন আরও বলেন, আশিকুরকে নিয়ে যাওয়ার ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জানতে চাইলে তারা বলেন, তাকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হবে।

পূর্ব পশ্চিম/জেআর

ঢাবি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close