• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

১৫ জানুয়ারি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

প্রকাশ:  ১৩ জানুয়ারি ২০২২, ২২:০১ | আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ২২:১০
বিনোদন ডেস্ক

আগামী ১৫ জানুয়ারি শনিবার থেকে শুরু হচ্ছে ২০ তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২২। আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত আট দিনব্যাপী এ উৎসব চলবে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ঢাকা ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার দুপুরে রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে ২০ তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২২ উপলক্ষে ঢাকা ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এবারের উৎসবের স্লোগান ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক আলোকিত সমাজ’। সংবাদ সম্মেলনে ঢাকা ক্লাবের সভাপতি খন্দকার মশিউজ্জামান, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, উৎসবের হেড অব প্রোগ্রাম জোহরে জামানি, উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের উৎসবে এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, ট্রিবিউট, বাংলাদেশ প্যানারোমা, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেনস ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্ম ও উইমেনস ফিল্ম সেশনে বাংলাদেশসহ ৭০টি দেশের মোট ২২৫টি চলচ্চিত্র দেখানো হবে।

পিপি/জেআর

চলচ্চিত্র উৎসব
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close