• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

প্রথমে নাচলেন, পরে কাঁদলেন রিয়াজ

প্রকাশ:  ১৮ জানুয়ারি ২০২২, ১১:৫৩
বিনোদন ডেস্ক

চিত্রনায়ক রিয়াজ সোমবার (১৭ জানুয়ারি) বিকেল থেকেই নেচে নেচে ভোটের প্রচারণা চালাচ্ছিলেন। সন্ধ্যা ৭টার দিকে এফডিসির পরিচালক সমিতি সংলগ্ন ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলের নির্ধারিত স্থানে প্রচারণা চালাচ্ছিলেন তিনি। সন্ধ্যার পর সে প্রচারণায় যুক্ত হন শিল্পী সমিতির ভোটাধিকার হারানো ১৮৪ শিল্পীর কয়েকজন।

সন্ধ্যায় চিত্রনায়ক রিয়াজ যখন নাচছিলেন এমন সময় তার বুকের কাছে চলে আসেন ষাটোর্ধ্ব একজন লোক। তিনি কান্নাজড়িত গলায় বলেন, ‌‘আমার ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়া হয়েছে’। এ সময় তাকে জড়িয়ে ধরেন রিয়াজ। তাকে বুকে জড়িয়ে কেঁদে ফেলেন। লোকটির সঙ্গে কথা বলার সময় রিয়াজ কান্নায় ভেঙে পড়েন। হাউমাউ করে কাঁদেন বাংলা ছবির জনপ্রিয় এ নায়ক।

কাঁদতে কাঁদতে রিয়াজ বলেন, ভোটাধিকার হারানো এই মানুষগুলোর কান্না থামিয়ে মুখে হাসি ফিরিয়ে দিতে চাই। এই মানুষগুলোর মুখের দিকে তাকান। তাদের সাথে অন্যায় হয়েছে।

রিয়াজের কান্নার সাথে সাথে সেখানে হট্টগোল শুরু হয়। ভোটাধিকার হারানো কমপক্ষে ৫০ জন শিল্পী রিয়াজের সাথে সাথে চিৎকার করে কান্না শুরু করেন।

রিয়াজ বলেন, ‘নোট দিয়ে ভোট কেনার দিন শেষ’ নামে একটি নির্বাচনী গান করেছি। গানটি ভোটাধিকার হারানো এক বৃদ্ধ শিল্পী শুনছিলেন আর কষ্ট পাচ্ছিলেন। তার সেই কষ্ট আমাকে আবেগতাড়িত করেছে। সে জন্য কান্না থামাতে পারিনি।

পূর্বপশ্চিমবিডি/অ-ভি

চিত্রনায়ক,রিয়াজ,প্রচারণা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close