• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

জানা-অজানা

হিমালয়ের সৃষ্টি যেভাবে

প্রকাশ:  ০২ আগস্ট ২০২২, ১৭:১৬
পূর্বপশ্চিম ডেস্ক

আফগানিস্তান, পাকিস্তান, ভারত, চীন, নেপাল ও ভুটান; এশিয়ার এই ছয় দেশে বিস্তৃত হিমালয় পর্বতমালা। এতে মাউন্ট এভারেস্ট, কেটু, কাঞ্চনজঙ্ঘা প্রভৃতি বিশ্বের উচ্চতম শৃঙ্গগুলি অবস্থান করছে। এই পর্বতমালা থেকে বিশ্বের তিনটি প্রধান নদী সিন্ধু, গঙ্গা ও ব্রহ্মপুত্র তাদের বিভিন্ন প্রধান ও অপ্রধান উপনদীসহ উৎপন্ন হয়েছে।

হিমালয় পর্বত মালার সৃষ্টির ইতিহাস পৃথিবীর অন্য পর্বতমালা থেকে একটু আলাদা।

বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, পাকিস্তান, শ্রীলংকা এই কয়টি দেশ নিয়ে ভারতীয় উপমহাদেশ। ভারতীয় উপমহাদেশ বর্তমানে এশিয়ার অংশ।কিন্তু দুই কোটি বছর আগে ভারতীয় উপমহাদেশের মূল ভূখণ্ড ছিল আফ্রিকার কাছাকাছি।

ভূমিকম্প, জলবায়ুর পরিবর্তন ইত্যাদি নানা কারণে ভারতীয় উপমহাদেশ ধীরে ধীরে এগোতে থাকে এশিয়ার দিকে। তারপর একসময় প্রচণ্ড ধাক্কায় এশিয়ার সাথে সংঘর্ষ হয়। তাতে এশিয়ার ভূখণ্ডের সাথে জোড়া লেগে যায়।

জোড়া লাগা স্থানগুলো প্রচণ্ড সংঘর্ষের কারণে উঁচু হয়ে যায়। উঁচু হয়ে যাওয়া এই বিরাট ভূমিই কালের স্রোতে হিমালয় পর্বতমালায় পরিণত হয়েছে।

পূর্বপশ্চিম- এনই

হিমালয়
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close