• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

এসএটিআরসির সম্মেলনে মোস্তাফা জব্বার

দেশের ৯৮.৫ শতাংশ এলাকায় ফোর-জি পৌঁছে গেছে

প্রকাশ:  ০৫ অক্টোবর ২০২৩, ২১:৪১
নিজস্ব প্রতিবেদক

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে এরই মধ্যে দেশের শতকরা ৯৮ দশমিক ৫ শতাংশ এলাকায় মোবাইলের ফোর-জি প্রযুক্তি পৌঁছে গেছে। আমরা ফাইভ-জি চালু করেছি। প্রতি ইউনিয়নে পৌঁছেছে ফাইবার অপটিকস। ডিজিটাল সংযুক্তির এমন শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়িয়ে ২০৪১ সালে গড়ে উঠবে স্মার্ট বাংলাদেশ। এ স্মার্ট বাংলাদেশই বঙ্গবন্ধুর লালিত স্বপ্নের সোনার বাংলা।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে দক্ষিণ এশীয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কাউন্সিলের (এসএটিআরসি) ২৪তম সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সম্মেলনের আয়োজন করে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের তত্ত্বাবধানে বিটিআরসি ও এশিয়া-প্যাসিফিক টেলিকমিউনিটি (এপিটি)।

মোস্তাফা জব্বার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত সময়ে বাংলাদেশকে কম্পিউটার যুগে উন্নীত করেন। ২০০৮ সালে ঘোষিত ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির সফল বাস্তবায়নের পর স্মার্ট বাংলাদেশের অভিযাত্রা শুরু করেছি আমরা। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে সবাই বদ্ধপরিকর।

তিনি বলেন, স্মার্ট বাংলাদেশের স্তম্ভগুলো দাঁড় করাতে দেশের প্রতি ইঞ্চি মাটি এবং প্রতিটি মানুষকে ডিজিটাল সংযুক্তির আওতায় আনতে হবে। এ লক্ষ্য বাস্তবায়নে বিটিআরসির দায়িত্ব চ্যালেঞ্জিং। ডিজিটাল সংযুক্তির পাশাপাশি রোবটিকস, এআই, আইওটি, ব্লকচেইনসহ নতুন নতুন ডিজিটাল প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে চলা বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার প্রতিটি দেশের জন্য কমবেশি চ্যালেঞ্জিং হবে। এসএআরটি সম্মেলনে যোগদানকারী দেশগুলোর সমস্যাগুলোও প্রায় অভিন্ন।

পূর্বপশ্চিমবিডি/এসএম

মোস্তাফা জব্বার,এসএটিআরসি,সম্মেলন,ফোর-জি,এলাকা,দেশ,ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close