• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

পাসওয়ার্ড শেয়ার সুবিধা বন্ধ করছে নেটফ্লিক্স

প্রকাশ:  ২৪ এপ্রিল ২০২২, ১৬:০৬
পূর্বপশ্চিম ডেস্ক

জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের পাসওয়ার্ড এখন থেকে আর শেয়ার করা যাবে না। নেটফ্লিক্স বহুবার ইউজারদের পাসওয়ার্ড শেয়ার করতে নিষেধ করেছে। সেসব নিষেধ একেবারেই পাত্তা দেননি বিনোদন প্রেমীরা। তাই এবার কঠিন সিদ্ধান্ত নিচ্ছে এই প্ল্যাটফর্মটি।

সম্প্রতি ১০০ দিনে প্রায় আড়াই লাখ গ্রাহক হারিয়েছে নেটফ্লিক্স। ইউক্রেন যুদ্ধের আবহে রাশিয়ায় ব্যান হয়েছিল নেটফ্লিক্স। যার জেরে নাকি কমেছে সাবস্ক্রাইবার। ফলে শেয়ার বাজারেও বড়সড় ধাক্কা খেয়েছে সংস্থা। সেই কারণেই নাকি এবার পাসওয়ার্ড শেয়ার করার সুবিধা বন্ধ করতে চলেছে নেটফ্লিক্স।

কোম্পানির পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, পাসওয়ার্ড শেয়ার করার মাধ্যমে একসঙ্গে অনেকে বিনা খরচায় নেটফ্লিক্সের শোগুলো দেখতে পান। যা সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়াতে বাধা হয়ে দাঁড়িয়েছে।

গত মাসে চিলি, কোস্টারিকা, পেরুর ইউজারদের জন্য বিশেষ নিয়মের কথা ঘোষণা করা হয়েছিল। বলা হয়েছিল, পরিবারের অন্যান্যদের পাসওয়ার্ড শেয়ার করলে অতিরিক্ত টাকা খরচ করতে হবে। মনে করা হচ্ছে, যে কোনো ব্যক্তিকে পাসওয়ার্ড দেওয়া রুখতে এবার সেই স্ট্র্যাটেজিই চালু করবে নেটফ্লিক্স।

পূর্বপশ্চিমবিডি/এনজে

নেটফ্লিক্স,পাসওয়ার্ড
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close